আয়োজকদের আশা, বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান বের করতে তরুণদের অনুপ্রাণিত করবে এ উদ্যোগ। পাশাপাশি প্রযুক্তি কীভাবে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক–সে বিষয়টিও উঠে আসবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতা উন্মুক্ত। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি দিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করতে www.gpfuturemakers.com/ এই লিঙ্কটি ভিজিট করতে পারেন শিক্ষার্থীরা। শিল্পক্ষেত্রের প্রতিনিধি, টেক স্টার্টআপের উদ্যোক্তা এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আবেদনকারীদের মূল্যায়ন করবেন বিচারকদের একটি প্যানেল। গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন বলেন, “ফিউচারমেকারসের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি যা এআই ব্যবহার করে তরুণদের উদ্ভাবনের অপার সম্ভাবনায় পা রাখতে উৎসাহিত করবে। “পরিবর্তনের অগ্রদূত পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা এবং ডিজিটাল যুগে সাফল্যের...