জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন অবৈধ বাসস্ট্যান্ড অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।আরো পড়ুন:মাথায় লাল কাপড় বেঁধে বাকৃবি শিক্ষার্থীদের মৌন মিছিলছাত্রীদের ‘যৌনকর্মী’ বলা ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার মাথায় লাল কাপড় বেঁধে বাকৃবি শিক্ষার্থীদের মৌন মিছিল ছাত্রীদের ‘যৌনকর্মী’ বলা ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে ওঠা বাসস্ট্যান্ড শুধু শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়নি, বরং শিক্ষার্থীদের সময় ও চলাচলের স্বাধীনতাও ক্ষতিগ্রস্ত করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বাসস্ট্যান্ড সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জবি শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “ক্যাম্পাসের সামনে এমন অবস্থা যে, নতুন কেউ এলে বিশ্ববিদ্যালয়কে...