‘রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে বামদের মধ্যেও শিবির ঢুকে পড়েছে। সে অন্য সংগঠনে পদ নিবে, কিন্তু আসলে সে শিবিরের নেতা’ বলে মন্তব্য করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, এ বিষয়ে জড়িত ছাত্রদল নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তার কাছে আমরা কোনো সদুত্তর পাইনি। যার কারণে আমরা মনে করছি, এ ঘটনার সঙ্গে সে সরাসরি জড়িত। ফলে জাতীয়তাবাদী ছাত্রদল তার প্রাথমিক পদ বাতিলসহ আজীবনের জন্য বহিষ্কার করেছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রদল মামলাও করেছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছি। আমরা চাইনা আমাদের বোনরা সাইবার বুলিংয়ের...