যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি বাংলাদেশে ‘যুগান্তকারী’ পোর্টেবল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত আল্ট্রাসাউন্ড ডিভাইস চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে। এ পদক্ষেপকে দেশের স্বাস্থ্যখাতে এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই যুগান্তকারী প্রযুক্তি ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সো ইমেজিংয়ের সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক ও সন্দীপ আকারাজুর নেতৃত্বে কর্মকর্তারা। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসা প্রযুক্তি বিশেষজ্ঞ ও এক্সোর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইউসুফ হক জানান, প্রথম ধাপে দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে এ ডিভাইস চালু করা হবে। দীর্ঘমেয়াদে লক্ষ্য হচ্ছে এটি গ্রামীণ ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও ছড়িয়ে দেওয়া। তিনি বলেন, এই ডিভাইসটি বহনযোগ্য ও অত্যন্ত কার্যকরীভাবে তৈরি করা হয়েছে, যাতে মানসম্মত ডায়াগনস্টিক সুবিধা এমনকি প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেওয়া যায়। এটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাবে,...