বলিউডের ইতিহাসে মোহাম্মদ রফি শুধু একজন গায়ক নন, তিনি এক আদর্শ, এক নীতির প্রতীক। তার কণ্ঠে ছিল ঈশ্বরের আশীর্বাদ আর চরিত্রে ছিল এক অনন্য বিনয়। পুরো ক্যারিয়ারে তিনি কখনও কারও কাছে কাজের অনুরোধ করেননি, এমন কী সেই সময়েও নয়, যখন ইন্ডাস্ট্রির কিছু প্রভাবশালী মানুষ তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছিলেন। তার ছেলে শহীদ রফি এক সাক্ষাৎকারে দাবি করেন, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে— এই দুই কিংবদন্তী সংগীতশিল্পী মূলত ঈর্ষা ও নিরাপত্তার অভাব থেকে রফির সুনাম ও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিলেন। শহীদ স্পষ্টভাবে বলেন, ‘আমার বাবা ও কিশোর কুমারের মধ্যে কোন পেশাগত ঈর্ষা ছিল না। তারা একে অপরকে সম্মান করতেন।’ সাংবাদিক ভিকি লালওয়ানির সঙ্গে আলাপচারিতায় শহীদ আরও বলেন, ‘রফি সাহেব যখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর সম্মান অর্জনের দ্বারপ্রান্তে, ঠিক তখনই লতাজির হস্তক্ষেপে...