৩০০ থেকে ৪০০ কোটি বাজেটে নির্মিত এলসিইউ এবং ওয়াইআরএফ ইউনিভার্সের বড় বড় সুপারস্টারদের সিনেমা যখন সিনেমার লগ্নি ফেরত আনতে হিমশিম খেয়ে যাচ্ছে তখন স্বল্প বাজেটে নির্মিত মালায়লাম সিনেমা ইন্ডাস্ট্রি (মলিউড) সাহসীকতার সাথে নিজস্ব ইউনিভার্সের সূচনা করে তাক লাগিয়ে দিয়েছে সিনেবিশ্লেষকদের। মাত্র ৩০-৩৩ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির পহেলা সপ্তাহে বক্সঅফিসে আয় করেছে প্রায় ১০০ কোটি রুপিরও বেশি এবং হলমুখি দর্শকদের ভিড়ে এখনো প্রতিটি শো এখনো হাউজফুল যাচ্ছে ।বলছি- মালায়ালাম সুপারস্টার দুলকার সালমানের ব্যানারে প্রযোজিত ‘ওয়েফার সিনেমাটিক ইউনিভার্স’এর সিনেমা ‘লোকাহ – চ্যাপ্টার ওয়ান : চন্দ্র’-র কথা। সুপারহিরো সিনেমা হিসেবে এটি হচ্ছে ভারতের প্রথম লেডি সুপারহিরো স্টোরি। সিনেমাটিতে হাই অকটেন্ট ভিজ্যুয়াল এবং দুর্দান্ত মিউজিকে নজর কাড়েন অভিনেত্রী কল্যাণী প্রিয়াদর্শন।ডমিনিক অরুণ পরিচালিত ‘লোকাহ’ সিনেমাটি পৌরাণিক কাহিনি, বিজ্ঞান কল্পকাহিনী ও লোককাহিনীর উপাদানকে অত্যন্ত সৃজনশীলভাবে...