গত ৩১ আগস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে মাথায় এবং চোখে লাল কাপড় বেঁধে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পসের আমতলা থেকে মৌন প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের করিডোর প্রদক্ষিণ শেষে সমাবর্তন মাঠে এসে শেষ হয়। পরে সবাই একত্রিত হয়ে চোখ বেঁধে আইন, প্রশাসন, সিন্ডিকেটসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদশর্নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি মৌন প্রতিবাদ ব্যক্ত করেন। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতদের হামলায় রক্তাক্ত হয়েছে ক্যাম্পাস। যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল, সেখানে প্রশাসন ও শিক্ষকরা নীরব, যা ব্যথিত করেছে শিক্ষার্থীদের।...