টালিগঞ্জের অভিনেতা-পরিচালক, গীতিকার-গায়ক অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডের এক গান বেশ আলোচনা তৈরি করেছে। ‘তুমি মস্তি করবে জানি’ শিরোনামের গানটিতে পশ্চিমবঙ্গের রাজনীতির তিন ঘোষকে নিয়ে স্যাটায়ার করেছেন তিনি। নিউজ এইট্টিন লিখেছে, অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানইজম’ ৩১ অগাস্ট মঞ্চে গানটি পরিবেশন করে। সেখানে দিলীপ ঘোষ, কুণাল ঘোষ থেকে শতরূপ ঘোষের দিকে ছোড়া হয় কটাক্ষের তীর। ‘তুমি মস্তি করবে জানি’ গানটিতে অনির্বাণ গেয়েছেন, "এসব গান-বাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশানের মেজাজ বুঝে দলটা বদল করি। এই আমাদের দোষ, গানবাজনা করতে এসে এসব কথা বললে, রেগে যাবে কুণাল ঘোষ।" এরপর নাম প্রকাশ না করে হুলিগানইজমের কটাক্ষ ছিল দিলীপ ঘোষের দিকে। গানের কথাগুলো এমন, "আরেক ঘোষও আছে, দাদা খুবই রোমান্টিক, ঘোষ দিয়ে যায় চেনা, গয়না দোকান সব তুলে দাও, গোরুর দুধে সোনা।" এ...