অনেকেরই অভিযোগ, অনুমতি দেওয়া না হলেও ফেসবুক অ্যাপের প্রাইভেসি সেটিংসে গিয়ে দেখা যায় ক্যামেরা রোল শেয়ারিং সাজেশনস অপশনটি গোপনে চালু রয়েছে।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের তথ্যমতে, ফেসবুক অ্যাপে হঠাৎ একটি নোটিশ দেখা যায়। ওই নোটিশে ব্যবহারকারীদের ক্যামেরা রোলের সব ছবি দেখার অনুমতি দিতে বলা হয়, যাতে মেটা এআই ছবিগুলো থেকে ‘ক্রিয়েটিভ আইডিয়া’ সাজিয়ে দিতে পারে।ম্যাশেবল আরও জানায়, এই অনুমতি দিলে মেটা এআইয়ের শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি সংরক্ষণ ও ব্যবহার করার অধিকার পায়। ফেসবুক অ্যাপের প্রাইভেসি সেটিংসে এ-সংক্রান্ত দুটি টগল রয়েছে। একটি টগল চালু করলে ফেসবুক ব্যবহারকারীর ক্যামেরা রোল থেকে ছবি দেখার পরামর্শ দিয়ে থাকে। আরেকটি টগল চালু থাকলে মেটা এআই ছবি সম্পাদনা ও কিউরেট করার সুযোগ পায়।মেটার বিরুদ্ধে অভিযোগ, অনেক ব্যবহারকারী কোনো নোটিশ না পেলেও এই সেটিংসগুলোর অন্তত একটি বাই...