প্রবেশাধিকার সংরক্ষিত থাকার সময়টাতে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্যকোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বৈধ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও এ সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।রাবি ছাত্রদল নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ছাত্রশিবিরের বিবৃতিএবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। ক্ষমতার পালাবদলের পর এবারের নির্বাচন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন। হল সংসদে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন। এবারের ডাকসু নির্বাচনে...