০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম কিংবদন্তি ইতালীয় ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আরমানি গ্রুপ। গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের প্রতিষ্ঠাতা ও অক্লান্ত প্রেরণাদায়ক জর্জিও আরমানি আর নেই; গভীর শোকের সঙ্গে আমরা তাঁর প্রয়াণের সংবাদ জানাচ্ছি। গ্রুপ জানিয়েছে, মিলানে শনিবার (৬ সেপ্টেম্বর) ও রোববার (৭ সেপ্টেম্বর) শেষকৃত্য শেষে তাকে সমাহিত করা হবে। জর্জিও আরমানি ১৯৩৪ সালের ১১ জুলাই ইতালির পিয়াচেনজা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার বাবা উগো আরমানি একজন হিসাবরক্ষক এবং মা মারিয়া রাইমোন্ডি গৃহিণী ছিলেন। তিনি পরিবারের বড় সন্তান ছিলেন এবং এক ছোট বোন ছিলেন। আরমানি প্রথমে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখলেও পরে মিলান বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে সেনাবাহিনীতে যোগ...