ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে দারাজ সেলার সামিট ২০২৫। যেখানে এক হাজারেরও বেশি বিক্রেতা ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করেছে। সম্প্রতি ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘হ্যাপি সেলিং’ থিমের ওপর ভিত্তি করে আয়োজিত এই সামিটে দেশের ই-কমার্স খাতের উন্নয়নে বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর অবদানকে স্বীকৃতি দেয়া হয়েছে। পাশাপাশি দারাজের ভবিষ্যৎ পরিকল্পনাসমূহও উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দারাজ ২০০টির বেশি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে এবং শিগগিরই এই সংখ্যা ৫০০ এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, দারাজ বাংলাদেশ ডিজিটাল মার্কেটিংয়ে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে ‘ওয়ান-স্টপ সলিউশন’ তৈরি করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে বিক্রেতা ও ব্র্যান্ডগুলোকে ১,০০০-এরও বেশি ইনফ্লুয়েন্সার ও অ্যাফিলিয়েটের সঙ্গে সংযুক্ত করা হবে, যাদের মিলিত ফলোয়ার সংখ্যা ৫০ লাখের বেশি। এ সময় দারাজ তাদের আসন্ন মেগা ক্যাম্পেইন-...