সকালের শুরুটা কীভাবে হবে, এ নিয়ে সবার ভিন্ন ভিন্ন অভ্যাস আছে। কেউ ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই চায়ের কাপ হাতে নেন, কেউ হাঁটতে বের হন, আবার কেউ ফলমূল খেয়ে বা শরীরচর্চা দিয়ে দিন শুরু করেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এসবের আগে শরীরের জন্য সবচেয়ে মৌলিক ও উপকারী কাজ হচ্ছে খালি পেটে পানি পান। আর যদি এক লিটার পানি পান করা যায়, তাহলে তার সুফল আরও বেশি।ভারতের মুম্বাইয়ের গ্লেনেগলস হাসপাতাল পারেলের ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মঞ্জুষা আগরওয়াল জানান, রাতে টানা ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমের পর শরীর পানিশূন্য হয়ে পড়ে। তাই সকালে প্রথমেই পানি পান করলে অঙ্গ-প্রত্যঙ্গ সক্রিয় হয় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। এতে হজমশক্তি উন্নত হয়, কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার ঝুঁকি কমে।এ চিকিৎসক বলেন, যারা প্রতিদিন...