চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে এক স্কুলছাত্রীর সঙ্গে যুবকের অন্তরঙ্গ হতে দেখা গেছে। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের বহিরাগত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম বটতলী রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী সাড়ে ৩টার শাটলে তাদের এ অবস্থায় দেখা যায়।আরো পড়ুন:গাজীপুরে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক-হেলপার নিহতবগুড়ায় ট্রেনের ধাক্কায় ফুচকা বিক্রেতার মৃত্যু গাজীপুরে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক-হেলপার নিহত দেখা গেছে, এই প্রেমিকযুগল বটতলী স্টেশন থেকে উঠে সিটে পাশাপাশি বসেন। এরপর তারা দরজার পাশে অন্তরঙ্গ হন। এ সময় মেয়েটির পরনে স্কুলের ইউনিফর্ম ছিল। যুবকটি মধ্য বয়সি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে নিশ্চিত হওয়া গেছে। শাটল ট্রেনটি ফতেয়াবাদ স্টেশনে পৌঁছালে তারা নেমে পড়েন। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আমিন বলেন, “শাটল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, বহিরাগতদের জন্য নয়। আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের জন্য মাত্র দুটি শাটল এমনিতেই...