প্রকৃতির স্বাভাবিক নিয়মেই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এ গ্রহণ সম্পর্কে মানুষের মধ্যে রয়েছে অনেক কৌতূহল। গ্রহণ নিয়ে প্রচলিত আছে নানান পৌরণিক উপকথাও। ভারতীয় পৌরাণিক কাহিনী অনুসারে, চন্দ্রগ্রহণের পেছনে মূলত ‘রাহু’ নামের এক অসুরের ভূমিকা রয়েছে। যখন রাহু চাঁদকে গিলে ফেলে তখন চন্দ্রগ্রহণ ঘটে এবং রাহুর গলা কাটা থাকার কারণে কিছুক্ষণ পর চাঁদ বেরিয়ে আসে। ফলে গ্রহণ শেষ হয়। রাহু চাঁদকে গিলে ফেলার বিষয়টি থেকেই গ্রাস শব্দটি এখানে যোগ হয়েছে। বিজ্ঞানের কল্যাণে আমরা এখন গ্রহণের কারণ জানি। এখন আর চন্দ্রগ্রহণের কারণ হিসাবে রাহুর প্রসঙ্গ আসে না। আর সে কারণেই আমরা বলতে পারি না গ্রহণটি ‘পূর্ণগ্রাস’। শব্দটি বৈজ্ঞানিক ভাবনার সঙ্গে সম্পর্কিত নয়। বিজ্ঞানের আলোকে পূর্ণ চন্দ্রগ্রহণ শব্দটি ব্যবহার করাটাই সঠিক। একই রেখায় সূর্য ও চাঁদের ঠিক মধ্যবর্তী স্থানে যখন পৃথিবী আসে,...