জাতীয় পার্টির ‘ভারতকেন্দ্রিক’ অবস্থান বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘গত কয়েক দশক ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের হাতিয়ার হিসেবে কাজ করেছে। তাদের ভারতকেন্দ্রিক অবস্থান বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। বাংলাদেশের স্বার্থবিরোধী রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণেরও অধিকার থাকা উচিত নয়।’ নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হলে অন্তর্বর্তী সরকার ভয়াবহ পরিণতির মুখে পড়বে বলেও মন্তব্য করেছেন তিনি। এবি পার্টির এ নেতা বলেন, ‘ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজেদের গলার রশির যত্ন নিতে হবে। মাথায় রাখবেন—নুরু শুরু, নুরু দিয়ে শেষ হবে না।’ আসাদুজ্জামান ফুয়াদ বলেন,...