রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা ও অংশগ্রহণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংগঠিত হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট ও ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল। গ্রেফতারদের মধ্যে রয়েছেন— ধানমন্ডির ঝটিকা মিছিলের আয়োজক সজিবুল ইসলাম হৃদয় (২৩), ওয়ারী থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লা বিন আজিজ (২৩), লালবাগ স্বেচ্ছাসেবকলীগের কর্মী রায়হান ওরফে পলিন (২৮), পল্টন থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শাহাদাৎ নবী খোকা (৪২),...