দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে ‘ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধ ধ্বংসের ষড়যন্ত্র’ আখ্যা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।সংগঠনটির দাবি, ইসলামি সংস্কৃতি, মূল্যবোধ ও আত্মপরিচয়কে বিলুপ্ত করার লক্ষ্যে কিছু বিদেশি এনজিওপন্থি মহল দীর্ঘদিন ধরে শিক্ষাব্যবস্থায় ইসলামবিরোধী মতাদর্শের অনুপ্রবেশ ঘটিয়ে আসছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।বিবৃতিতে তারা বলেন, ‘ইসলামি সংস্কৃতিবিরোধী এই সিদ্ধান্ত ইসলামপ্রিয় জনতা কোনোভাবেই মেনে নেবে না। দেশের লাখ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে ছোটবেলা থেকেই নৈতিকতা, ইসলামি মূল্যবোধ ও চরিত্র গঠনের শিক্ষার পরিবর্তে গান-বাজনার নামে মন-মানসিকতা ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার একটি দুরভিসন্ধিমূলক পরিকল্পনা এটি।’পিআর পদ্ধতি আ.লীগকে পুনর্বাসন করতে সাহায্য করবে : আবদুর রব ইউসুফীনেতৃদ্বয় বলেন, ‘শিক্ষা একটি আদর্শিক ও মূল্যবোধসম্পন্ন খাত। এখানে ইসলাম ও...