পাশাপাশি দুইটি ইউনিয়নের চেয়ারম্যানের এক এলাকা ‘রূপনগর’কে নিয়ে নির্মিত হয়েছে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘রূপনগর’। শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৭টায় ও রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে নাটকটি। একঝাঁক জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পীদের নিয়ে ধারাবাহিকটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ। নাটকটির গল্প বোনা হয়েছে, পাশাপাশি দুইটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের এক এলাকা ‘রূপনগর’ কে ঘিরে। বলা হয়, এখানে সবাই নিজের রূপ আড়াল করে নানা রঙ তামাশার ঢালে। দুই চেয়ারম্যান একসময় পরস্পরের খুব ভালো বন্ধু থাকলেও এখন তাদের মাঝে চরম শত্রুতা। সারাক্ষণ একে অপরের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। ফলে দুজনের পরিবার ও এলাকার মানুষের মাঝে ইচ্ছা না থাকলেও বজায় রাখতে হয় শত্রুতা। এক চেয়ারম্যানের ভেতরের রূপ হলো চোরাকারবারী আর অন্যজন দখলবাজ। তারপরও রূপনগরে আছে কিছু রঙিন চরিত্র যারা সুখে-দুঃখে,...