ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে “আন্তর্জাতিক পরিবেশ নীতি, সবুজ শিক্ষা, নেতৃত্ব ও যোগাযোগ-২০২৫” শীর্ষক কর্মশালা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালা হয়। কর্মশালায় দেশি-বিদেশি পরিবেশ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রশিক্ষকরা অংশ নেন এবং তরুণদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। সকাল ১০টায় স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। এরপর একে একে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়:ইন্টারেক্টিভ সেশন:নার্গিস আকতার পরিবেশ নীতি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন। সবুজ শিক্ষা বিষয়ক আলোচনা:এম. এ. মাহমুদ ইয়োমিন পরিবেশবান্ধব জীবনযাত্রা ও সবুজ অভ্যাস গড়ার গুরুত্ব তুলে ধরেন। দলগত কার্যক্রম:অংশগ্রহণকারীরা হাতে-কলমে পরিবেশের সমস্যা সমাধানের অভিজ্ঞতা লাভ করেন। যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থা সেশন:আবির আল হাসমী আধুনিক শিক্ষা পদ্ধতি ও কার্যকর যোগাযোগ কৌশল তুলে...