ঢাকা : ৯০-এর দশকের বলিউডে যখন অ্যাকশন, রোম্যান্স এবং মিউজিক একত্রে দর্শকদের মন জয় করছিল, তখন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনের জুটি হয়ে উঠেছিল এক আবেগঘন স্মৃতি।‘টিপ টিপ বরসা পানি’-র মতো গানের দৃশ্য আজও দর্শকদের মনকে আলোড়িত করে। রাভিনার উষ্ণতা আর অক্ষয়ের সংযত আবেগ এক অনন্য রসায়ন তৈরি করেছিল।‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, এবং ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ এই ছবিগুলো শুধু হিট নয়, অক্ষয়-রাভিনার সম্পর্কের অনুরণনও বহন করে।তাদের অনস্ক্রিন ঘনিষ্ঠতা এতটাই প্রভাব ফেলেছিল যে, দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল এই রসায়ন কি শুধুই অভিনয়? পরে জানা যায়, বাস্তবেও তারা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলেন। গোপন বাগদান সেরেছিলেন, এমনকী রাভিনার পরিবার এবং অক্ষয়ের আত্মীয়রা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে শোনা যায়।কিন্তু এই প্রেমের গল্পে ছিল দ্বিধা, অনিশ্চয়তা, এবং বলিউডের চিরন্তন ‘ইমেজ’-রাজনীতি।১৯৯৮ সালে...