এই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নওগাঁ ও নীলফামারী জেলায় পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় এবং ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়। একই দিনে রাজধানীর কাওরানবাজার এলাকায় পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয় এবং সাধারণ জনগণকে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হয়। পাশাপাশি বাজার ও সুপারশপে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরের কাকরাইল এলাকায় যানবাহনের মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের কারণে মোবাইল কোর্টে পাঁচটি মামলার মাধ্যমে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুসারে জামালপুর, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও পিরোজপুরে চারটি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ১৩টি মামলার মাধ্যমে মোট ১৫ হাজার...