রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের উদ্যোগে শনিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন-২০২৫। দুই দিনব্যাপী এই আয়োজন রোববার শেষ হবে। ‘সামাজিক রূপান্তরের জন্য বিভিন্ন বিষয়ে জ্ঞান ও উদ্ভাবনের প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো রাবিতে কোনো সংগঠন আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। আয়োজকদের মতে, এর মাধ্যমে গবেষণাকে শুধু একাডেমিক গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সামাজিক অগ্রগতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। সংগঠনটি জানায়, সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ১২০০ অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছেন ৬০০ গবেষক, ৫০০ নিবন্ধিত দর্শনার্থী এবং ১০০ সংগঠক। ভারত, পাকিস্তান, নেপাল ও যুক্তরাষ্ট্রের প্রায় ১০ জন বিদেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের জন্য জমা পড়া এক হাজার ৬০০ এর বেশি অ্যাবস্ট্রাক্টের মধ্যে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৩৮০টি প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। বাছাই প্রক্রিয়াটি বিভিন্ন...