চরম হতাশ ও ক্লান্ত হয়ে বেঁচে থাকার আকুতি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আব্দুল কাদের। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এ স্ট্যাটাস দেন তিনি।আরো পড়ুন:ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা ছাত্রলীগ নেতার রিট বাতিলডাকসু নির্বাচন: সাইবার অপরাধে ছাড় নেই ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা ছাত্রলীগ নেতার রিট বাতিল স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমার ডাকসু'তে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।” তিনি বলেন, “সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরো বাড়তেছে। তারপর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকতে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকুও...