বাংলা গানের জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ। সুরেলা কণ্ঠে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করা এই শিল্পীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে আসছে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা। সহকর্মীরাও তাকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়। এদিকে ঢালিউডের মেগাস্টার শাকিব খান এক পোস্টে সাবিনা ইয়াসমিনকে নিয়ে লিখেছেন- ‘অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে; যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরোনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে কিংবা আমাদের জীবনের অনুরণনে। তবুও হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন।’ শাকিবের কথায়, ‘প্রজন্ম বদলেছে, সময়ের পালাবদল ঘটেছে, প্রযুক্তি এনেছে নতুনযুগ। কিন্তু তার কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ৫০ বছর আগের গাওয়া তার কোনো গান শুনলেও আজও মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।’...