বাংলাদেশি ইতিহাস সৃষ্টি করা সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে চলচ্চিত্র পা রাখেন কলকাতার ইধিকা পাল। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে পান তুমুল পরিচিতি! অথচ কলকাতায় সেই নায়িকার নতুন ছবি রীতিমত মুখ থুবড়ে পড়লো! পশ্চিমবঙ্গে একাধিক টিভি সিরিয়ালে কাজ করলেও ইধিকা জনপ্রিয়তা পান ২০২৩ সালে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয়ের সুবাদে! সেই ছবির অভূতপূর্ব সাফল্যে ২০২৪ সালে ইধিকা ডাক পান দেবের ‘খাদান’ ছবিতে। এই ছবিটিও পশ্চিমবঙ্গে ব্যবসায়িকভাবে সাফল্য পায়। শাকিব-দেবকে পরপর দুই ছবিতে পেয়ে ইধিকা আলোচনার শীর্ষে উঠে আসেন। চলতি বছর শাকিবের সঙ্গে ‘বরবাদ’ করে ইধিকা আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। ‘বরবাদ’ সাফল্যের পর ইধিকা ‘রাজ কপালী’ তকমা পান! আগামীতে দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’ নামে একটি ছবি করছেন ইধিকা, যেটি দূর্গা পূজায় পশ্চিবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। ধারণা করা যাচ্ছে, এই ছবিটিও...