০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনকে নস্যাৎ করে দেয়ার জন্য একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা যেমন স্বাধীনতা যুদ্ধেই বিরোধিতা করেছিলো, তেমনি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে চূড়ান্ত লক্ষ্যে জুলাই আন্দোলন হয়েছিলো তার বিরোধিতায়ও লিপ্ত হয়েছে তারা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি জুলাই আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা অনেক ক্ষেত্রে নিশ্চিত না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করে ডা. রফিক বলেন, ছাত্রজনতার আন্দোলনের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সম্পৃক্ত হই। সমমনা...