০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন- মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া এশিয়ার বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ ৪৭ বছরে পা দিয়েছে। এ দেশে বিএনপি না থাকলে গণতন্ত্র জীবিত থাকতো না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা হত্যা করতে যতটুকু বেঁচে আছে, সেটুকু বিএনপির জন্যই। বিএনপির হাতেই এ দেশ নিরাপদ। বিএনপি আছে, থাকবে জনগণের দল হয়ে। কিন্তু ফ্যাসিস্টরা পালিয়েছে, ফ্যাসিস্টদের পালাতেই হয়। বিএনপির ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৩ সেপ্টেম্বর) বিয়ানীবাজার উপজেলা ও পৌর-বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা...