রাজধানীর আদাবর এলাকায় আল আমিন নামে এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার ১১ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন, মো. জনি, রনি, রিনা বেগম, মরিয়ম বেগম, ওসমান, রেজওয়ান আহমেদ, রাজু ওরফে কাটাপ্পা রাজু, নাজির হাওলাদার, আলামিন ইসলাম, লুৎফুর রহমান, আবুল কালাম আজাদ। এদিন গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার এসব আসামিদের তেজগাঁও এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আদাবরে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের...