ঢাকা : ঐশ্বরিয়া রাই বচ্চন শুধুমাত্র একজন বলিউড তারকা নন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। তার সৌন্দর্য, মেধা এবং অভিনয় প্রতিভা বিশ্বজুড়ে প্রশংসিত।২০০৪ সালে জেন অস্টেনের ক্লাসিক উপন্যাস 'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' অবলম্বনে নির্মিত 'ব্রাইড অ্যান্ড প্রেজুডিস' ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় ঐশ্বরিয়ার। তার এই হলিউড যাত্রা তখন বলিউডের অন্দরে আলোচনার এক প্রধান বিষয় হয়ে উঠেছিল।ঐশ্বরিয়ার হলিউড অভিষেক প্রসঙ্গে তারকাদের প্রতিক্রিয়া আজও চর্চার বিষয়। ২০০৪ সালে করণ জোহরের জনপ্রিয় শো 'কফি উইথ করণ'-এ যখন করণ ঐশ্বরিয়াকে জিজ্ঞাসা করেন যে তিনি হলিউডে সফল হবেন কি না, তখন অমিতাভ বচ্চন বলেছিলেন সে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারবে কিন্তু এরপর একটা কাচের দেওয়াল থাকবে।তখনো ঐশ্বরিয়াকে বিয়ে না করা সত্ত্বেও অভিষেক বচ্চন তার প্রশংসা করে বলেছিলেন সে খুব প্রতিভাবান চমৎকার পেশাদার এবং একসঙ্গে কাজ করার জন্য...