নিজস্ব প্রতিবেদক : বলিউডের আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য বেদনাদায়ক গল্প। এমনই এক করুণ পরিণতি হয়েছিল অভিনেত্রী সায়েদা খানের জীবনে, যিনি ছোটবেলা থেকেই বড় পর্দায় সাফল্যের স্বপ্ন দেখেছিলেন। কলকাতায় জন্ম নেওয়া সায়েদা ছিলেন সিনেমার নৃত্যশিল্পী আনওয়ারি বেগমের মেয়ে। সংসারের অভাব ঘোচাতে মাত্র ১১ বছর বয়সে অভিনয়ে পা রাখেন তিনি। ১৯৬১ সালে পরিচালক এইচ এস রাওয়াইলের হাত ধরে ‘কাচ কি গাদিয়া’ সিনেমায় মনোজ কুমারের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। কিশোর কুমারের সঙ্গেও অভিনয় করেন ‘আপকা হাত জাগান্নাথ’ চলচ্চিত্রে। তবে ক্যারিয়ারের শুরুটা দাপটের হলেও ধীরে ধীরে হারিয়ে যান আলোচনার কেন্দ্র থেকে, বাঁচতে শুরু করেন ছোট ছোট চরিত্রে অভিনয়ের উপর নির্ভর করে। এই সময়ে তার জীবনে আসেন প্রযোজক ব্রিজ সাদানাহ। বিয়ের জন্য সায়েদা ধর্ম পরিবর্তন করে নাম রাখেন সুধা সাদানাহ। কিন্তু দাম্পত্যে সুখের...