চলতি বছরের সবচেয়ে আলোচিত হিন্দি সিনেমা ‘সাইয়ারা’। নবাগত আহান পাণ্ডে এবং অনিত পাড্ডার সিনেমা রীতিমতো ঝড় তুলেছিল। সিনেমাটি বক্স অফিসে বেশকিছু রেকর্ড ভেঙে দিয়েছে। মুক্তির পর থেকে ৪৮ দিন ধরে প্রেক্ষাগৃহে চলছে ‘সাইয়ারা’। আর ভারতে সিনেমাটির আয় ৩২৯ দশমিক ২৫ কোটি রুপি। ‘সাইয়ারা’ বর্তমানে ভারতের বাজারে ১৪তম সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা, যা সালমান খানের ‘সুলতান’ (৩০০ কোটি রুপি), সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’ (৩০২ কোটি রুপি) এবং কর্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ (২৬০ কোটি টাকা)-সহ কিছু পুরোনো ব্লকবাস্টার সিনেমাকে ছাড়িয়ে গেছে। ভারতের বাইরে ‘সাইয়ারা’ ১৯ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করেছে, যা একটি সুপারস্টার-বিহীন হিন্দি সিনেমার জন্য নিসন্দেহে একটি উল্লেখযোগ্য সংখ্যা। আর বিশ্বব্যপী আয় ধরলে ‘সাইয়ারা’র আয় ৫৭০ কোটি রুপি। যা ‘ছাবা’র পর এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা করে...