কদিন ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্সের একটি দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে ‘তুমি মাস্তি করবে জানি’ শিরোনামে একটি গান করছেন তিনি। হাতে বাজারের ফর্দসদৃশ একটি লম্বা কাগজ। মূলত গানে গানে ভারতের পশ্চিমবঙ্গের তিন রাজনীতিককে একহাত নিয়েছেন তিনি। এতেই প্রশংসায় ভাসছেন অভিনেতা। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণকে নিয়ে এরই মধ্যে ছড়িয়ে পড়েছিল নানান বিতর্ক। অভিনয় ও পরিচালনা দুক্ষেত্র থেকেই কিছুটা সরে এসেছেন তিনি। ফেডারেশনের সঙ্গে দ্বন্দ শেষপর্যন্ত আদালত পর্যন্ত গিয়েছিল। মাঝে এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় অভিনয় থেকে সরে যাবেন বলেও শোনা গিয়েছিল। সম্প্রতি ‘হুলিগানইজম’ নামে একটি গানের দল খুলেছেন অনির্বাণ। কয়েক মাস আগে দলটির গান ‘মেলার গান’ জনপ্রিয়তা পায়। এবার এক কনসার্ট থেকে ভাইরাল হলো অনির্বাণের আরেকটি গান ‘তুমি মাস্তি করবে জানি’। এ গানে পশ্চিমবঙ্গের রাজনীতির তিন ঘোষকে ব্যঙ্গ...