শীর্ষনিউজ, সাভার: বৈষম্যবিরোধী জুলাই অভ্যুত্থানে গুলি করে নবী নুর মোড়ল নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই চার্জশিট আদালতে জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় সাভারে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে এটিই প্রথম অভিযোগপত্র। অভিযোগপত্রে অন্যান্য আসামির মধ্যে রয়েছেন সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ২০২৪ সালের ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে সাভারের ওয়াপদা রোড এলাকায় শহীদ হন...