বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রি ইস্যু ঘিরে চলমান আন্দোলনের বুধবার ও কোনো সুরাহা হয়নি। গত মঙ্গলবার বিকেলে এ অচলাবস্থা নিরসনের লক্ষ্যে প্রশাসনের আহ্বানে শিক্ষার্থী প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে রাতে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী এ বৈঠকে দীর্ঘ আলোচনাতেও মূল দাবি কম্বাইন্ড ডিগ্রির ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কোনো পক্ষ। এ ব্যাপারে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই বহাল রয়েছে। গত মঙ্গলবারের সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এ সভা অনুষ্ঠিত হয়নি। ফলে হল বন্ধের নির্দেশ বহাল থাকছে এবং স্থানীয় প্রশাসনের ওপর দায়িত্ব ন্যস্ত থাকছে। বুধবার সন্ধ্যায় ছাত্রবিষয়ক বিভাগের অফিসে এক মতবিনিময়কালে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত...