কীভাবে হয়েছিল গওহর ও জায়েদের প্রেম? করোনার সময় মুখে মাস্ক পরে শপে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান। সেখানে তাকে দেখে প্রেমে পড়েন জায়েদ। বলে রাখা ভালো, বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। তবে বিয়ের ক্ষেত্রে বয়স বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সামনে। তাদের প্রেমকাহিনী ও বিয়ে বিনোদন জগতে বেশ সাড়া ফেলেছিল।ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব মাধ্যমেই তার অবাধ বিচরণ এই সুন্দরীর।গওহরের ব্যক্তিগতজীবন নিয়েও কম চর্চা হয়নি। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমের সম্পর্কে জড়ান। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব মাধ্যমেই তার অবাধ বিচরণ এই...