২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার শেখ হাসিনা নিজেই চাননি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার সকালে বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায়ের পর তিনি একথা বলেন। কায়সার কামাল বলেন, শেখ হাসিনা প্রকৃত অর্থে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার চাননি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইভী রহমান হত্যার বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে তারেক রহমানকে এই মামলায় অর্ন্তভুক্ত করতেন না। তিনি বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে প্রামণিত হয়েছে তারেক রহমান নির্দোষ। শেখ হাসিনা তার ব্যক্তিগত ক্ষোভের কারণেই এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আসামি করেছিলেন বলেও মন্তব্য করেন...