বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সাধারণ জনগণ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন নয়, বরং সরাসরি পদ্ধতির নির্বাচন চায়। তিনি বলেন, এ দেশের গ্রামের সাধারণ মানুষ পিআর পদ্ধতি কী তা জানে না, কারণ এটি কখনো ব্যবহার করা হয়নি। বুধবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলার দোহার উপজেলায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দিনাজপুরের হিলিতে পৃথক এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন নির্বাচন বানচালে পার্শ্ববর্তী দেশের উসকানির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। দোহারের জয়পাড়া কালেমা চত্বরে আয়োজিত সভায় রিজভী বলেন, এখন হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর নিয়ে অনেক কথা বলছে। পিআর পদ্ধতি কী? উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এমন প্রশ্ন করলে তারা ‘না, না’ বলে স্লোগান দিয়ে পিআর পদ্ধতির...