এএনএসভিএম অনুষদের ডক্টরস অব ভেটেরিনারি মেডিসিন এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কম্বাইন্ড ডিগ্রি বিএসসি ভেট সাইন্স অ্যান্ড এএইচ চালু করতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অ্যাকাডেমিক কাউন্সিলের ৫৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভাইস-চ্যান্সেলর ও অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও রেজিস্ট্রার ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জি.এম. আতিকুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আখতারুজ্জামান খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে এএনএসভিএম অনুষদের ডক্টরস অব...