কাছারি-ঘরের পিছন দিকে একখানা ছোটো পুকুর। তার দক্ষিণ পারে একমুঠো মতো একটুখানি মাঠ। তার পরে শাল, পিয়াল, সেগুন, গাব, অশ্বত্থ ইত্যাদি গাছের জঙ্গল।’ রবীন্দ্রনাথের কল্যাণে কুষ্টিয়ার শিলাইদহ, নওগাঁর পতিসর কিংবা সিরাজগঞ্জের শাহজাদপুরে ঠাকুর পরিবারের জমিদারির কাছারিবাড়ি আমাদের কাছে অতিপরিচিত। জমিদারির তদারক করতে শিলাইদহে পদ্মাতীরের কাছারিবাড়িতে অনেক সময় কাটিয়েছেন কবি। রচনা করেছেন অনেক বিখ্যাত কবিতা ও গান। শাহজাদপুর ও পতিসরের কাছারিবাড়িগুলোতেও তিনি বেশ কিছু সময় কাটান। কালের পরিক্রমায় লুপ্ত হয়েছে জমিদারি প্রথা। তবে কাছারিবাড়ি উঠে যায়নি, গ্রামের উচ্চ ও উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলোতে কাছারিঘর নামে পরিবর্তিত রূপে রয়ে যায়। বিভিন্ন স্থানে সেটা বৈঠকঘর, বাংলাঘর নামেও পরিচিতি। তেমন একটি ঘরে কেটেছে আমার শৈশব–কৈশোর। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোঠাপাড়া গ্রামে আমার নানার মূল বাড়ির বাইরে এক পাশে একটু নিরালায় ছিল এই কাছারিঘর। নানার কাছ...