ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে ফেইসবুকে ‘গণধর্ষণের’ হুমকি দেয়ার ঘটনায় অভিযুক্ত আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ তদন্ত কমিটি পায়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে ফেইসবুকে ‘গণধর্ষণের’ হুমকি দেয়ার ঘটনায় অভিযুক্ত আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।...