দেশের কারিগরি শিক্ষায় প্রথমবারের মতো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে একটি নীতিমালা তৈরি করা হয়েছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ৩টায় শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে এ-সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।কারিগরি বোর্ড সূত্রে জানা গেছে, বৃত্তি পরীক্ষার কাঠামো, বিষয়ভিত্তিক মূল্যায়ন, বৃত্তির সংখ্যা ও পরিমাণসহ যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত করে একটি প্রস্তাবিত নীতিমালা তৈরি করা হয়েছে। এই বৃত্তির অর্থ সরকার থেকে সরবরাহ করা হবে এবং মেধার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের।মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের মিটিংয়ে নীতিমালা অনুমোদন পেলে আগামী শিক্ষাবর্ষ থেকেই জুনিয়র বৃত্তি...