উড়ার জন্য প্রস্তুত হচ্ছেন হলিউড অভিনেতা ডেভিড কোরেন্সওয়েট! বছর দুয়েক পরই মুক্তি পাচ্ছে নির্মাতা জেমস গানের ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’। যেখানে এই অভিনেতাকে ফের সুপারম্যান রূপে দেখা যাবে। এবার সুমারম্যান-ভক্তদের জন্য সুখবর। নতুন সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছে ডিসি ফিল্মস। বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে একটি কমিক ভার্সন প্রকাশ্যে এনে মুক্তির তারিখ ঘোষণা করেন জেমস গান। জানা যায়, ডিসি ইউনিভার্সের নতুন সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৭ সালের ৯ জুলাই। জেমস গানের সেই পোস্টে দেখা যায়, কমব্যাট ইউনিফর্মধারী লেক্স লুথরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সুপারম্যান। বিষয়টি থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, নতুন সিনেমার গল্প এগিয়ে যাবে ম্যান অব স্টিল’র লেক্স লুথরের সংঘাতকে কেন্দ্র করে। ডিসি ইউনিভার্সে সুপারম্যানের শক্তি ও ক্ষমতার সঙ্গে ভারসম্য রেখে স্যুটটি তৈরি করেন লুথর। ধারণা করা...