০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান দাবি করেছেন, “বামদের ভেতরেও শিবির ঢুকে গেছে।” একইসঙ্গে তিনি আরও অভিযোগ করেন, “বাংলাদেশে যত জনসংখ্যা আছে, তার চেয়েও শিবিরের বট আইডি বেশি।” বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাবির পরিবহণ মার্কেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অমান বলেন, “কোনো এলাকায় শিবিরের ১০ জন থাকলেও তাদের সভাপতি যদি ফেসবুকে পোস্ট দেয়, সেখানে হাজার হাজার কমেন্ট পড়ে। প্রশ্ন হলো, এরা কোথা থেকে আসে? জান্নাত থেকে নাকি জাহান্নাম থেকে ছুটি নিয়ে আসে? আমি বলবো, আপনারা যদি থাকেন তবে সামনে আসুন। অন্তরালে থেকে নাটক করে রাজনীতি বাংলাদেশে আর টিকবে না।” সংবাদ সম্মেলনে রাবির ছয়টি হলে কেন ছাত্রীদের কমিটি...