চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। মাথার খুলিতে সাদা ব্যান্ডেজ করা হয়েছে। সংঘর্ষে মাথায় রামদার কোপ লেগেছে। চিকিৎসকরা খুলির একাংশ খুলে ফ্রিজে রেখেছেন। কেউ যাতে ভুলে সেখানে হাত না দেয়, তাই কালো কালিতে ব্র্যান্ডেজে লেখা হয়েছে, হাড় নেই, চাপ দেবেন না। জানা যায়, বর্তমানে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলেও তার মাথায় খুলি এখনো জোড়া লাগেনি। মামুনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে বৃহস্পতিবার বেলা দেড়টায় পার্কভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, কেউ যাতে ভুলে হাত না দেয়, তাই কালো কালিতে এমন নির্দেশনা লিখে দেওয়া হয়েছে। মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি খাবার খেয়েছেন। গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মামুন মিয়াসহ তিনজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে...