একসময় সাদা স্নিকার্স ছিল আধুনিকতার প্রতীক। তবে এখন ফ্যাশন পরিস্থিতি একেবারেই বদলে গেছে। এই সময় সাদার সরলতা নয়, বরং রঙিন স্নিকার্সই দিচ্ছে ফ্যাশনে নতুন মাত্রা। বিভিন্ন রংয়ের সমন্বয়ে তৈরি এই জুতাগুলো শুধুমাত্র সাজসজ্জার অংশ নয়, বরং মানসিক অবস্থারও প্রতিফলন ঘটাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্যাশন মনোবিজ্ঞানী জেনিফার হেইনেন সিএনএন ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে ব্যাখ্যা করেন, “সাদা স্নিকার্স জনপ্রিয় ছিল তখন, যখন আমরা ছিলাম অনিশ্চয়তার সময়ে। সেগুলো ছিল মানসিক নিরাপত্তার প্রতীক। কিন্তু এখন আমরা ফিরে গেছি আত্মপ্রকাশের দিকে।” তিনি আরও বলেন, "রঙিন স্নিকার্স আসলে আনন্দ, ব্যক্তিত্ব এবং নতুন করে বাঁচার মানসিকতা প্রকাশ করছে। পোশাকের মাধ্যমে নিজের জন্য তৈরি করছি ‘ডোপামিনের ডোজ’— অর্থাৎ সাজসজ্জা থেকেই পাচ্ছি আনন্দের অনুভূতি।" অন্যদিকে, যুক্তরাজ্যের ফ্যাশন মনোবিজ্ঞানী শাকাইলা ফোর্বস-বেল বলেন, "খেলাধুলাপূর্ণ মনোভাব ও সৃজনশীলতার সাথে রঙিন স্নিকার্সের সম্পর্ক গভীর। গবেষণায়...