দক্ষিণী সিনেমার নতুন চমক ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’। সুপারহিরো ঘরানার এ সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী আয়ের অংক ছুঁয়েছে ১০০ কোটি রুপির ক্লাব। কল্যাণী প্রিয়দর্শন অভিনীত এ সিনেমাটি মাত্র ৭ দিনেই দক্ষিণী সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ সিনেমাটি। সপ্তাহের মাঝামাঝি দিনগুলোতেও বক্স অফিসে খুব একটা পতন দেখা যায়নি। সপ্তম দিনের শেষে ভারতের বাজারে সিনেমাটির আয় দাড়ায় ৪৬ কোটি রুপি। সোমবার মাত্র ২৮ শতাংশ কমলেও মঙ্গলবারে ৬ শতাংশ বেড়ে যায়। বুধবারও পতন সীমিত ছিল মাত্র ১২ শতাংশে। ভারতের পাশাপাশি বিদেশেও দুর্দান্ত ব্যবসা করছে ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ সিনেমা। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের দর্শকরা সিনেমাটিকে লুফে নিয়েছেন। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের হিসেবে, বিদেশি বাজার থেকে সিনেমাটি আয় করেছে প্রায়...