প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, ইনস্টাগ্রাম ফিডে যুক্ত হচ্ছে তিনটি ভিউ অপশন, প্রথমটি ‘অল’ যেখানে রেকমেন্ডেড পোস্ট ও রিলস দেখা যাবে। দ্বিতীয়টি হল ‘ফ্রেন্ডস’ এতে মিউচুয়াল ফ্রেন্ডদের কনটেন্ট দেখা যাবে। সর্বশেষ ‘লেটেস্ট’ এতে সময় অনুযায়ী সাজানো পোস্ট দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে ফিডের এই সারি নিজেদের মত করে পরিবর্তন করতে পারবেন। বড় স্ক্রিনের সুবিধা কাজে লাগাতে যুক্ত হচ্ছে নতুন ফিচারও। যেমন রিল দেখার সময় পাশেই কমেন্টগুলো পড়া যাবে এবং মেসেজ ট্যাবে সব সক্রিয় আলাপ দেখে একসঙ্গে নির্দিষ্ট কনভার্সেশন চালু রাখা যাবে। প্রায় ১৫ বছর পর আইপ্যাডের জন্য আলাদা অ্যাপ নিয়ে এল ইনস্টাগ্রাম। সেবাটির প্রধান এডাম মোসেরি আগে বহুবার বলেছিলেন, এ নিয়ে তাড়াহুড়ো...