ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তাসনিম জুমাকে চিঠিসহ টাকা উপহার দিয়েছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম দীপঙ্কর বড়ুয়া। তিনি জুমাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া চিঠির সঙ্গে ১০ হাজার টাকা উপহার দেন। যদিও জুমা পরবর্তীতে ওই ব্যক্তিকে জোরাজুরি করে টাকাগুলো ফেরত দিয়েছেন।আরো পড়ুন:ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা ছাত্রলীগ নেতার রিট বাতিলডাকসু নির্বাচন: সাইবার অপরাধে ছাড় নেই ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা ছাত্রলীগ নেতার রিট বাতিল বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই এ কথা জানান জুমা। পোস্টে চিঠির ছবিও তিনি শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, “আজ একজন আংকেল তার ভাগ্নে কে নিয়ে ক্যাম্পাসে আসলেন, আমি শো শেষে জুনিয়রদের সঙ্গে আলাপচারিতা করছিলাম...