আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মোট ২৫টি পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যেই বিভিন্ন সংগঠন পাঁচটি পূর্ণাঙ্গ ও তিনটি আংশিক প্যানেল ঘোষণা করেছে। পাশাপাশি, প্যানেলের বাইরে থেকেও স্বতন্ত্রভাবে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ছাত্রদল: সহ-সভাপতি পদে শেখ সাদী হাসান এবং সাধারণ সম্পাদক পদে তানজিলা হোসাইন বৈশাখীর নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ছাত্রশিবির: সমন্বিত শিক্ষার্থী জোটের ব্যানারে সহসভাপতি পদে আরিফুল্লাহ আদিব এবং সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাগছাস (শিক্ষার্থী ঐক্য ফোরাম): সহসভাপতি পদে আরিফুজ্জামান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামকে মনোনীত করেছে। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন: ভিপি পদে আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে শাকিল আলী। অঙ্গীকার পরিষদ (মেঘ-নাজমুল): ভিপি পদে মো. মাহফুজুল ইসলাম মেঘ এবং যুগ্ম সম্পাদক পদে মো. নাজমুল ইসলাম। সম্প্রীতির...